নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

0

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন তার আমন্ত্রণ বিএনপি এখনো পায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর বনানী এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্পণ’ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির সংলাপের কোন চিঠি পাইনি। সিটি পাইলে এটা নিয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।

এসময় আয়োজক সংগঠনের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, গত এক যুগ ধরে স্বেচ্ছাসেবী সংগঠন “অর্পণ”এর মাধ্যমে বিথিকা বিনতে হোসাইন স্বৈরাচারী সরকারের হাতে নির্যাতিত,গুম, খুন হওয়া গণতান্ত্রিক কর্মীদের পরিবারগুলোকে সাহায্য করে আসছে অত্যন্ত সাফল্যের সাথে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী কেন্দ্রীয় কৃষক দল নেতা মো. ইউনুস আলী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com