খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নরসিংদীর সমাবেশ সফল করতে জেলা বিএনপির প্রস্তুত
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে ২৯ শে ডিসেম্বর নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে আজ মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সহ- সভাপতি এড. আব্দুল বাছেদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।