আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট দেখালেই তারা (আওয়ামী লীগ নেতা) ধরা খেয়ে যান যে পাসপোর্ট বাতিল। গতকাল আওয়ামী লীগের এক সাহেবের নাকি হয়েছে, শুনেছি। এ রকম বহু সাহেব আছে যাদের পাসপোর্ট ও ভিসা ভেতরে-ভেতরে বাতিল হয়ে গেছে।’
গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা।
মির্জা আব্বাস বলেন, ‘পাসপোর্ট বাতিলের ঘটনা স্পষ্ট প্রমাণ করে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাদের হাতে দেশের গণতন্ত্র, দেশের মানুষের জীবন, মানুষের সম্পদ কিছুই সুরক্ষিত নয়। বরং মানুষ মনে করে স্বাধীনতার ঘোষকের হাতেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকতে পারে।’
মির্জা আব্বাস আরো বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বিএনপির মিছিলে অংশ নেওয়া শুরু করেছে। কারণ, তারাও খবর পেয়ে গেছে, এ দেশে আর আওয়ামী লীগের রাজত্ব চলবে না। আওয়ামী লীগের কিছু নেতা লুটপাট, চুরিচামারি করে অনেক ধনী হয়ে গেছে। সাধারণ কর্মীরা ধনী হতে পারেনি।’