এ দেশে রক্ষীবাহিনী নিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলো আজকের এই আ.লীগ: মোশাররফ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ দেশে রক্ষীবাহিনী নিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে আওয়ামী লীগ। এ দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলো আওয়ামী লীগ। জিয়াউর রহমান বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে এ দেশে বহুদলীয় গনতন্ত্র দিয়েছেন। জিয়াউর রহমানের সময়ই এই আওয়ামী লীগ পুনরায় নিবন্ধিত হয়। এরপর জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়।
গত শনিবার বিকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে ‘সিলেট মুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন- সিলেট মুক্ত করতে জিয়াউর রহমানের অবদান বেশি। তার নেতৃত্বেই সিলেট বিজয় হয়েছিল। কিন্তু আজ আমাদের নতুন প্রজন্ম এ তথ্য জানে না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার কারণে নতুন প্রজন্ম ইতিহাস জানে না।
মোশাররফ হোসেন বলেন, ২৫শে মার্চ কালো রাতে তৎকালীন মেজর জিয়াউর রহমান কারো পরামর্শ না নিয়ে তিনি ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ করেন। পরে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন। আমরাও তখন জিয়াউর রহমানের ঘোষণা শুনেছি। সবাই বলেছে- জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগ জিয়াউর রহমানের বীরত্বের স্বীকৃতি দিতে চায় না।