ফ্যাসিবাদী সরকারের নাটকীয় সংলাপে নয়, রাজপথেই সংকট সমাধান: খসরু-টুকু
নির্বাচন কমিশনের জন্য ‘সার্চ কমিটি’ গঠনে রাষ্ট্রপতির সংলাপে কোনো সমাধান দেখছে না বিএনপি। বিএনপি মনে করে সংলাপের নামে আওয়ামী লীগের পছন্দেই নির্বাচন কমিশন গঠন হবে।
এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসব তো ট্রামা। তারা জনগণের সঙ্গে আর কত প্রতারণা করবে। একি প্রতারনা বারবার করছে।
তিনি বলেন, এ আলোচনায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এর ফলাফল সবার জানা আছে। যদিও সমাধান সবসময় সংলাপে ভালো কিন্তু জনগণকে বাইরে এরা যা করছে এতে রাজপথ ছাড়া কোনো উপায় থাকে না।
স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাষ্ট্রপতির সংলাপ সার্কাস ছাড়া আর কিছু নয়। এ সরকারের সঙ্গে আলোচনার পরিস্থিতি রাখে নাই। সুতরাং আমরা মনে করি যে একমাত্র রাজপথ এর সমাধান দিবে।