আমাদের বিজয়ের যাত্রা শুরু হলো: বিএনপি
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি। শোভাযাত্রা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বিজয়ের যাত্রা শুরু হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের মানুষ অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে চায়। এদেশের মানুষ তারেক রহমানকে দেশে দেখতে চায়। এই দেশের মানুষ গণতন্ত্র চায় স্বৈরতন্ত্র চায় না।
মির্জা ফখরুল আরও বলেন, এদেশের মানুষ কথা বলতে চায়, তাদের স্বাধীনতা ভোগ করতে চায়। গণতন্ত্র রক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে সংগ্রাম করবো এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করবো। আমাদের বিজয়যাত্রা শুরু হলো।