বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ২ দফা রকেট হামলা

0

ইরাকের রাজধানী বাগদাদের অতি সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে দুই দফা রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে ওই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে ইরাকি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়। খবর এএফপির।

এক বিবৃতিতে জানানো হয়েছে, দুটি কাতিউসা রকেট দিয়ে বাগদাদের গ্রিন জোনে হামলা চালানো হয়। সি-আরএএম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে প্রথম রকেটটি আকাশেই গুলি করে ধ্বংস করা হয়। দ্বিতীয়টি একটি স্থানে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, যে রকেটটি গুলি করা হয়েছে তার ধ্বংসাবশেষ মার্কিন দূতাবাসের কাছে পড়েছে। দ্বিতীয়টি মার্কিন দূতাবাস থেকে ৫শ মিটার (১ হাজার ৬৪০ ফুট) দূরে পড়েছে।

এর আগে একটি সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসের কাছেই দুটি রকেট গুলি করে ভূপাতিত করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

গত কয়েক মাসে ইরাকে মার্কিন বাহিনী এবং বিভিন্ন স্থান টার্গেট করে ডজন খানেক রকেট এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com