বিজয় র্যালিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত বিজয় র্যালীতে অংশ নিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটায় বিজয় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টা থেকেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসতে থাকেন।
বিজয় মিছিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ-দলটির শীর্ষ পর্যায়ের নেতারা অংশগ্রহণ করবেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
বিজয় র্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রুহুল কবির রিজভি।