কংগ্রেসে ইসরাইলের নিরঙ্কুশ ক্ষমতা ছিল, ওবামা-বাইডেনের কারণে তা আর নেই: ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির কংগ্রেসের উপর একসময় ইসরাইলের “নিরঙ্কুশ ক্ষমতা” ছিল কিন্তু সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কারণে সেটা এখন আর নেই।

বৃটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়- সম্প্রতি নিজের প্রকাশিত বই, ‘ট্রাম্পস পিস’ নিয়ে ইসরাইলি সাংবাদিক বারাক রভিডকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, “এই দেশে (যুক্তরাষ্ট্রে) ইহুদি মানুষ” আছে যারা “ইসরাইলকে আর ভালোবাসে না”।

ট্রাম্প দুঃখ প্রকাশ করে জানান যে, ওবামা এবং বাইডেন “ইহুদি জনগণের কাছ থেকে প্রচুর ভোট” পেয়েছেন। তিনি বলেন, ইহুদি-আমেরিকানদের ভোট দেয়ার ধরণ “আপনাকে বলে যে …যুক্তরাষ্ট্রের ইহুদি জনগণ, হয় ইসরাইলকে পছন্দ করে না বা ইসরাইলের কি হলো তাতে তাদের কিছু যায় আসে না”।

ট্রাম্প অভিযোগ করে মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি “ইসরাইলকে ঘৃণা করে” যদিও “ইহুদি জনগণ” সেটি চালায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com