নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

0

নির্বাচন নির্বাচন খেলা খেলে লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন- নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। যদি তা না হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমে অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।

তিনি গতকাল বিকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে ‘সিলেট মুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিএনপি গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন কমিটির উদ্যোগে সিলেটের সমাবেশে মির্জা ফখরুল বলেন- স্বাধীনতার সুবর্র্ণ জয়ন্তী অনুষ্ঠানের কোথাও জেনারেল ওসমানী, জিয়াউর রহমান কিংবা তাজউদ্দিনের নাম উচ্চারণ করা হয়নি। জিয়াউর রহমান সিলেট যুদ্ধে নেতৃত্বে দিয়েছিলেন। তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজ বর্তমান সরকার ইতিহাস মুছে দিতে চায়।

সম্পূর্ণভাবে একটি ভ্রান্ত ইতিহাস তুলে ধরা হচ্ছে। স্বাধীনতার যুদ্ধ এ দেশের মানুষ করেছে। স্বাধীনতার ৫০ বছরে স্বপ্ন ছিল গণতান্ত্রিক দেশ হবে। মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। কিন্তু ৫০ বছর পরে বলতে হয়, আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বিএনপি নেত্রী খালেদা জিয়া আজকে জীবন-মৃত্যুর লড়াই করছেন। অথচ তাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন- কিছু মানুষ বড়লোক হচ্ছে। দারিদ্র্যতা বেড়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এ দেশের প্রধান বিচারপতিতে বন্দুকের নল দিয়ে দেশছাড়া করা হয়েছে। করোনায় অসহায়ভাবে আমাদের মানুষ চিকিৎসা না পেয়ে মারা গেল। এখন দেখছি দুর্নীতি আর দুর্নীতি। এই দেশে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন- আমরা কি স্বাধীনতা পেয়েছি। আমরা কি মুক্ত হতে পেরেছি। আমরা পারিনি। আজকের সরকার জোর করে ক্ষমতায় আছে। তারা একদলীয় শাসন কায়েম করে অন্যায়ভাবে মানুষকে দমন করছে। নির্বাচন নির্বাচন খেলা খেলে লাভ হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

সমাবেশে তিনি বলেন- দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সব মানুষকে ঐক্যবদ্ধ করে তোলতে হবে। আজ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। ৫০ বছর পর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাসভূমি দেওয়ার জন্য, নেত্রীকে মুক্ত করার জন্য, নির্বাসিত থাকা তারেক রহমানকে ফিরিয়ে আনতে হলে আসুন গণঅভ্যুত্থান গড়ে তুলি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com