সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, কোনো একজন ব্যক্তি বা একটি দল করেনি: ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে লক্ষ্য নিয়ে স্বাধীনতাযুদ্ধ হয়েছিল, ৫০ বছর পেরিয়ে গেলেও সেটা বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু এই স্বৈরাচারী, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করার জন্য বিরোধী দলকে নির্মূল করছে।

১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উপলক্ষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এর আগে বেলা ২টা থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। জাতীয়, দলীয়, দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশনের পর বিকাল ৩টা থেকে শুরু হয় অতিথিদের আলোচনা।

ফখরুল বলেন, স্বাধীনতাযুদ্ধ কোনো একজন ব্যক্তি বা দল করেনি। এ দেশের সর্বস্তরের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। কিন্তু শহিদ জিয়াউর রহমান ও আতাউল গনি ওসমানীসহ অনেক বীরদের অবদান স্বীকার করে না আওয়ামী লীগ। ১৬ ডিসেম্বর জাতীয়ভাবে যে সুবর্ণজয়ন্তী উদযান করা হয়েছে সেখানে শেখ মুজিব ছাড়া আর কারো নাম নেয়া হয়নি। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত করতে নেতৃত্ব দিয়েছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু জোর করে ক্ষমতায় থাকা এ সরকার প্রকৃত ইতিহাস মুছে দিয়ে একটি ভ্রান্ত গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চায়।

মির্জা ফখরুল দাবি করেন, বর্তমান সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাকে কারাগারে বন্দী করে রেখেছে। বেগম জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com