আমরা তোমাকে কখনো ভুলবো না,
আজ ৪ই জানুয়ারি….
২০১৪সালের আজকের এই দিনে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদ ছাত্রনেতা এহসানুল হক কঙ্কন” ৫ই জানুয়ারির বাকশালীদের একতরফা নির্বাচন প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ৪ই জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হয়।
আমরা তোমাকে কখনো ভুলবো না, তোমার এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেবো না। তুমি রবে আমাদের মুক্তির ও বিজয়ের শক্তি হয়ে…
গভীর শ্রদ্ধায় স্মরণীয় তুমি….
স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক
আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা শহীদ ছাত্রনেতা এহসানুল হক কঙ্গন’কে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন…