মুক্তিযুদ্ধের মূল দাবিটাই ছিল ‘গণতন্ত্র’ আর সেই গণতন্ত্রকেই হত্যা করেছে সরকার: রিজভী

0

নেতাকর্মীদের আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৯৭১ সালের শাসনামল আর বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের মধ্যে কোনো পার্থক্য নেই। ’

তিনি বলেছেন, ‘আমাদের চলাচলসহ সব কিছু থেকে আমরা আজ বঞ্চিত।

যে প্রেরণার কারণে যুদ্ধ হয়েছে, নয় মাসের যুদ্ধে বিজয় অর্জিত হয়েছে, প্রকৃত অর্থে সেই অর্জনের সুবিধা এদেশের মানুষ পায়নি। কারণ মূল দাবিটাই ছিল গণতন্ত্র। পশ্চিমাদের মতো দেশ চলছে। ভোট নেই, নির্বাচন নেই। ভোটকেন্দ্রে এখন চতুষ্পদ প্রাণী ভোট দিতে যায় আর না হলে নিশিরাতেই ভোট হয়ে যায়। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত টিক্কা খান যে অন্ধকার নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছিল বর্তমানেও তাই চলছে। ’

গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে বর্তমানে ভয়ঙ্কর শাসন চলছে। রাত হলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার ভয়; আর না হলে মিথ্যা মামলা দিয়ে যেকোনো মুহূর্তে আপনাকে কারাগারে নিয়ে যাবে। এরকম একটা ভয়ঙ্কর অরাজকতার মধ্যে আমরা বাস করছি। ১৯৭১ আর শেখ হাসিনা আমলের মধ্যে কোনো পার্থক্য নেই। তবুও বাঁচতে হলে আমাদের মৃত্যুঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, জাসাস প্রতিবারই ১৬ ডিসেম্বর বাইরে প্রোগ্রাম করে। কিন্তু শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী তাদের এবার সেই সুযোগটি দেয়নি। তাই বাধ্য হয়ে এখানে তারা অনুষ্ঠানটি করেছে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com