আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে তুরস্কের পরিকল্পনা

0

তুরস্ক ইরানের মধ্য দিয়ে না গিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের সাথে স্থল সংযোগে আগ্রহী। ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, তুরস্ক ইতোমধ্যে এই অঞ্চলের রাষ্ট্রগুলোকে প্রভাবিত করেছে। জেমস কিলনার লিখেছেন, ‘আঙ্কারা মধ্য-এশিয়ার সরকারগুলোকে, তাদের তুর্কি এবং ইসলামিক সংযোগ দিয়ে, আজারবাইজানকে সমর্থন করার জন্য চাপ দিয়েছে।’ ফরাসি দৈনিক এল’ ওপিনিয়ন বিশ্বাস করে যে, এটি ফ্রান্সের বিরুদ্ধে তুরস্কের বিজয়। পত্রিকা আরো শক্ত কথা বলেছে, যেমন, তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির মুখে রাশিয়ার সামরিক সরঞ্জামগুলো যুদ্ধে দুর্বল প্রমাণিত হয়েছে। বিশ্বশক্তি তুরস্ককে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।

তুরস্ক লক্ষ্য অর্জন না করা পর্যন্ত তার মিত্রদের পাশে দাঁড়িয়েছে, এটা সবার কাছে একটি বার্তা। বিশ্বকে ভালোভাবে বোঝা উচিত যে, ভূমধ্যসাগরীয় বা অন্য কোথাও তুরস্ককে তার অধিকার ত্যাগ করার জন্য চাপ দেওয়া অত সহজ নয়।

এরদোগানের কাছে সংগঠনের সভাপতিত্ব হস্তান্তর করে আলিয়েভ তার আস্থা ব্যক্ত করেন যে, তুরস্কের রাষ্ট্রপতির নেতৃত্বে ঐক্য, সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তুর্কি দেশগুলোর ঐক্য, ইউনাইটেড স্টেটেস অব তুর্কির মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হবে। তিনি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে সম্মানিত রাষ্ট্রপতি, তুর্কি বিশ্বের নেতা, এতে সফল হবেন।’ জনাব এরদোগান বলেন, ‘এই অঞ্চল আবারও সব মানবতার জন্য আকর্ষণ এবং জ্ঞানের কেন্দ্র হয়ে উঠবে। ভিশন-৪০ তুর্কি বিশ্বে অনন্ত ভ্রাতৃত্বের নতুন লক্ষণ হিসেবে পরিগণিত হবে।’

তুরস্কের প্রেসিডেন্ট বিশ্বকে আশ্বস্ত করে বলেছেন, ‘তুর্কি কাউন্সিল কাউকে বিরক্ত করার জন্য গঠিত হয়নি এবং এই সংস্থার বিপক্ষেও কারো কার্যক্রম শুরু করা উচিত নয়।’ ‘এর পেছনে রয়েছে প্রাচীন ইতিহাস ও মানব সম্পর্কের ভিত্তি।’ জানা যায়, এখন পর্যন্ত কমপক্ষে পনেরটি দেশ ইউনাইটেড স্টেটেস অব তুর্কি, যা এখনো একটি সংগঠন, তার পর্যবেক্ষকের মর্যাদা চাইছে! বিশ্লেষকরা বলছেন, অচিরেই এটি ‘তুর্কি বিশ্বের যুক্তরাষ্ট্র’ হিসাবে বিকাশ লাভ করবে।
তুরস্ক এবং পশ্চিমের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক অবক্ষয় দেখে বেশিরভাগ পর্যবেক্ষক বিস্মিত হয়েছেন। প্রেসিডেন্ট এরদোগান ১০ জন পশ্চিমা রাষ্ট্রদূতকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করে দেশত্যাগ করার নির্দেশও দিয়েছেন। পশ্চিমারা সম্ভবত ব্যাপকভাবে বিশ্বাস করে যে, তারা তুরস্কের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন হাইব্রিড যুদ্ধের অংশ হিসাবে কূটনৈতিক ও বুদ্ধিবৃত্তিক আক্রমণ করে মেধার স্ফুরণকে পরখ করতে চেয়েছিল!

এই ১০টি দেশের দূতাবাস অপ্রত্যাশিতভাবে তাদের সরকারী নীতি পুনরায় নিশ্চিত করে বিবৃতি প্রকাশ করে এক ধাপ পিছিয়ে যায় যে, তারা তাদের আয়োজক রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এর জবাবে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আপাতত বিষয়টি সমাধান করা হয়েছে, যদি না তারা আবারও কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। এই উদাহরণটি প্রমাণ করে, আপাতত তুরস্ককে উত্তেজিত করা থেকে পশ্চিমাদের সরে আসতে হবে। তবে মনে হয়, তুরস্কের গ্রীষ্মকালীন ২০২৩ সালের নির্বাচনের আগে এ ধরনের আরো উস্কানির উদ্ভব হতে পারে। এটি আরো বোঝায় যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তুরস্কের নেতার মানসিকতা সম্পর্কে ততটা গভীর ধারণা নেই যতটা কেউ কেউ ভেবেছিল।

যুক্তরাষ্ট্রের সাথেও তুরস্কের সম্পর্ক ভালো নেই। এস ৪০০ ডিফেন্স সিস্টেম কেনায় তুরস্কের ওপর যুক্তরোষ্ট্রের অবরোধ ৭ মার্চ ২০২১ থেকে কার্যকর হয়েছে। ট্রাম্প অবরোধের ঘোষণা দিলেও তিনি কার্যকর করেননি। বাইডেন তা কার্যকর করলেন। সিস্টেম কেনার বিষয়ে, তুরস্কের সাথে ২০১৯ থেকে ন্যাটোর সম্পর্কে চিড় ধরতে থাকে এবং যুক্তরাষ্ট্র এফ-৩৫ বিক্রি স্থগিত করে দেয়। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টিক মিসাইল কেনার বিষয়ে তুরস্ক জানায় যে, সেটি সম্ভব যদি টেকনলজি ট্রান্সফারসহ তুরস্কের মাটিতে বানানো হয়। ইতোমধ্যে রাশিয়া এস-৪০০, ৫০০ ও ৫৫০ সিরিজের ডিফেন্স সিস্টেম ভারতে সরবরাহ শুরু করেছে কোন প্রকার মার্কিন অবরোধ ছাড়াই। এসব কারণে তুরস্ক পরে রাশিয়া, চীন ও জাপানের দিকে ফিরছে। ফলে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে তুরস্ক নিবিড় সম্পর্ক স্থাপনে সুবিধা ভোগ করবে।

তুরস্ক মুসলিম বিশ্বের ঐক্য ও নতুন সংস্থা গঠনের চেষ্টা করে আসছে বহু দিন ধরে। মুসলিম উম্মাহর ঐক্য প্রচেষ্টার অন্যতম তুরস্কের এরদোগান, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ও পাকিস্তানের ইমরানের খানের প্রচেষ্টার কুয়ালালামপুর সম্মেলন এখনো কোনো ফসল তুলতে সক্ষম হয়নি। এর আগে জনাব এরদোগান ইসলামী সেনাবাহিনী গঠনের ডাক দিয়েছিলেন সেটিও নানা বিরোধিতায় সফল হয়নি। কয়েক দশক আগে ইরান-তুরস্ক-পাকিস্তান আরসিডি জোট গঠন করেছিল, নানা কারণে তার অস্তিত্ব নেই। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও পশ্চিমা শক্তির সাথেও তুরস্কের বনিবনা হচ্ছে না। এক্ষণে, এরদোগান নিজের ঘরে নিজ জাতিগোষ্ঠী নিয়ে যে কাউন্সিল করেছেন সেটিকে শক্তিশালী করতে চান। ধীরে সুস্থে নানা আন্তর্জাতিক পটপরিবর্তনের অভিজ্ঞতা নিয়ে জোটের অগ্রযাত্রা ফলপ্রসূ ও শক্তিশালী হবে এমনই মনে করছেন সবাই।

লেখক : মো: বজলুর রশীদ

অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ও গ্রন্থকার

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com