খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ইইউ পার্লামেন্টে স্মারকলিপি

0

বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে ইউরোপীয় পার্লামেন্টে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি মানববন্ধন করেছে বেলজিয়াম শাখা বিএনপির নেতাকর্মীরা।

এসময় ইউরোপিয়ান পার্লামেন্টের সামনের প্রাঙ্গণটি নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় সময় দুপুর দুইটা থেকে শুরু হওয়া সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত হয়ে ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি চাই, স্লোগানে মুখরিত করে তোলেন।

বেলজিয়াম বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটনের সভাপতিত্বে, সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু। বক্তব্য দেন- বেলজিয়াম শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ছানোয়ার আলী ছিদ্দীক, সহ-সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি সামসু মিয়া, সহ-সভাপতি সৈয়দ আক্কাস, সহ-সভাপতি হেলাল আহম্মেদ, সহ-সভাপতি লুৎফর।

আরও বক্তব্য দেন- মিয়া তসু, হাবিবুল হাসান সোহাগ, আশীক আহাম্মেদ বাপ্পী, হারুনুর রসিদ, কাজী বাবু, হারুন মিয়া ও কামাল হোসেন পাটোয়ারী।

সভাপতি খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান সরকারের কাছে।

এদিকে, স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউরোপীয় পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে কূটনৈতিকরা।

এসময় উপস্থিত ছিলেন- বেলজিয়াম কাজী টিপু সুলতান, মোস্তফা মোহাম্মদ (বাবু), সাইফউদ্দিন ইরান, জসিম উদ্দীন, মাকসুদুল হাসান মম, রাসেল খান, জহির সরদার, মোহাম্মদ হান্নান, মহিলা সম্পাদিকা ছালমা পলি, রেশমা জামান ও লিমা আক্তারসহ অন্যান্য নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com