লেবানন আরব বিশ্বের অবরোধের মুখোমুখি

0

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেছেন, আরব বিশ্বের অবরোধের মুখোমুখি হয়েছে লেবানন। উপসাগরীয় দেশগুলোর সাথে কূটনীতিক সঙ্ঘাতের কারণে লেবানন এ অবস্থার মধ্যে পড়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

লেবাননের গণমাধ্যমগুলোর সম্পদকদের সংগঠনের সিন্ডিকেট প্রধান জোসেফ কোসাইফির সাথে কথা বলার সময় নাবিহ বেরি প্রশ্ন তুলেন, কিভাবে আরব দেশগুলো ইসরাইলের জন্য তাদের দ্বার খুলে দিতে পারে, যখন তারা লেবাননের জন্য সকল সুযোগ-সুবিধার দ্বার বন্ধ করে দিচ্ছে। অথচ, লেবানন তার আবর পরিচয় রক্ষা করার জন্য অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।

লেবাননের পার্লামেন্টের স্পিকার বলেন, হ্যা, লেবানন এখন একটি (আরব) অবরোধের মুখোমুখি। এখানে সমস্যা সমাধানের জন্য অবশ্যই আলোচনা করতে হবে।

লেবাননন ও আরব দেশগুলোর মধ্যকার সম্পর্ক এখন একটি অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ইয়েমেন ইস্যুতে লেবাননের সাবেক তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির বিতর্কিত মন্তব্যের পর এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও জর্জ কোরদাহি এসব কথা বলেছিলে তার মন্ত্রীত্ব পদ পাওয়ার আগে।

সূত্র : ইয়েনি শাফাক

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com