দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া: প্রিন্স
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়াকে মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার সকালে মহান বিজয় দিবসে ময়মনসিংহের ধোবাউড়ায় স্মৃতিসৌধে বিএনপির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। জনগণের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, ফরহাদ রব্বানী সুমন, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, যুবদল নেতা আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি, কবিরুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা কামরুল হাসান সুমন প্রমুখ।
এর আগে বিএনপির নেতাকর্মীদের নিয়ে র্যালি করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।