দেশের স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত, এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি: মান্না
দেশের স্বাধীনতা আজ ভূলণ্ঠিত। দেশে ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তবে জনগণই সরকারকে শিক্ষা দেবে এবং ইতিহাস তৈরি করবে।