বর্তমান সরকার ১৯৭১ সালের হানাদার বাহিনীর চেয়ে কোনো অংশে কম নয়

0

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের তুলে নিয়ে হত্যা করেছিল, আজকে বর্তমান সরকারও একই কায়দায় মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাই শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। আজকেও একইভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।

বর্তমান সরকার ১৯৭১ সালের হানাদার বাহিনীর চেয়ে কোনো অংশে কম নয়।

গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষকে তারা বিনাবিচারে অন্যায়ভাবে খুন করেছে, অত্যাচার নির্যাতন করেছে। বিভিন্ন পত্রিকায় এসেছে, প্রায় ছয়শোর ওপরে মানুষকে গুম করে ফেলেছে। হাজারের ওপর মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। অথচ তাদের পক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রীরা সাফাই গায়ছে। আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে চিহ্নিত হলো গণতন্ত্রহীন ও মানবাধিকার লঙ্ঘনের দেশ হিসেবে। শহীদ বুদ্ধিজীবী দিবস জাতীয় জীবনে একটি বেদনাময় দিন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া,মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন ও হাসান মুকুল প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com