বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
আগামীকাল বুধবার দলের যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এদিন সকাল ১০টায় রাজধানীর গুলশান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৫ ডিসেম্বর সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। বেলা সাড়ে ১১টার দিকে একই স্থানে বিএনপি মহাসচিব প্রেস ব্রিফিং করবেন।’