মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি
১। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার ভোরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
২। সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে পুস্পার্ঘ অর্পণ করার জন্য সকাল ৭-৩০ টায় দলের নেতাকর্মীরা ঢাকা থেকে রওয়ানা দিবেন।
জাতীয় স্মৃতিসৌধে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ দলের পক্ষ মহান শহীদদের উদ্দেশ্যে পুস্পার্ঘ অর্পণ করবেন।
৩। ঐদিনই জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে মহান বিজয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরস্থ মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। মাজারে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
৪। দিবসটি উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার সকাল ১১-০০টায় বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
৫। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর বেলা ২-০০টায় গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তন) বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৬। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে।
৭। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে স্থানীয় সুবিধাজনক সময়ে দেশব্যাপী বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।