বুদ্ধিজীবী কবরস্থানে ছাত্রদলের শ্রদ্ধা
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী কবরস্থানের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার সকালে মিরপুরে বু্দ্ধিজীবী কবরস্থানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ শ্রদ্ধা নিবেদন করে। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এর আগে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে মিরপুর-১ নম্বর থেকে শোডাউন দিয়ে কয়েক শতধিক ছাত্রদল নেতাকর্মী বুদ্ধিজীবী কবরস্থানে যান।
এ সময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু, রিয়াদ ইকবাল, এবিএম মাহমুদ সর্দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।