ভারত আক্রমণকারীদের নামে পাকিস্তানের মিসাইলের নাম, ক্ষুব্ধ রাজনাথ
এবার পাকিস্তানের মিসাইলের নাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, পাকিস্তানে ভারত বিরোধী অনুভূতি কতটা শক্তিশালী। দেখা যাচ্ছে যারা ভারতকে আক্রমণ করেছিল তাদের নামে ওদের মিসাইলের নাম রাখা হয়েছে। যেমন ঘোরী, আবদালি ও গজনবি।
শনিবার ইন্ডিয়া গেটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় হুঁশিয়ারি দিয়ে রাজনাথ আরও বলেন, পাকিস্তান মদদপুষ্ট সন্ত্রাসবাদীদের গোড়া থেকে উপড়ে ফেলতে সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে ভারতীয় বিমানবাহিনী।
পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ফের জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতের এই মন্ত্রী। পাকিস্তান মদদপুষ্ট সন্ত্রাসবাদীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এসময় হেলিকপ্টার ভেঙে মৃত্যু হওয়া সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানান রাজনাথ সিং। সূত্র : হিন্দুস্তান টাইমস।