আমি হিন্দু, তবে বিজেপির মতো হিন্দুত্ববাদী নই: রাহুল গান্ধী
হিন্দুত্ববাদ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘ভারত হিন্দুদের দেশ; হিন্দুত্ববাদীদের নয়। হিন্দুত্ববাদী তারাই যারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। দেশে মুদ্রাস্ফীতি এবং দুর্ভোগের জন্য আজ তারাই দায়ী। আমি একজন হিন্দু। এখানে যারা উপস্থিত আছেন সব মানুষ হিন্দু। কিন্তু তারা (বিজেপি) হিন্দুত্ববাদী। একজন হিন্দু সত্যাগ্রহে আগ্রহী। আর হিন্দুত্ববাদীরা কেবল ক্ষমতার পেছনে থাকে। তারা সত্যকে পরোয়া করে না।’
ভারতে মুদ্রাস্ফীতি এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির জেরে রাজস্থানের জয়পুরে মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘হিন্দু কে? এমন একজন যিনি প্রতিটি ধর্মকে সম্মান করেন এবং কাউকে ভয় পান না। যারা ক্ষমতায় আছে তারা মিথ্যা হিন্দু। ভারত হিন্দু রাজ নয়, হিন্দুত্ববাদী রাজের সম্মুখীন হচ্ছে। আমরা এই হিন্দুত্ববাদীদের সরিয়ে একটি হিন্দু রাজ আনতে চাই।’