চীনের কাছ থেকে দায়িত্বশীল পদক্ষেপ চায় জাপান
পূর্ব ও দক্ষিণ চীন সাগর, হংকং এবং উইঘুর অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলে চীনের কাছ থেকে দায়িত্বশীল পদক্ষেপ চায় জাপান। শনিবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা জানিয়েছেন, এসব বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানাতে চায় তার দেশ।
যুক্তরাজ্যের লিভারপুলে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন হায়াশি ইয়োশিমাসা। প্রথম অধিবেশনটির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চীন ও রাশিয়াসহ অন্যান্য আঞ্চলিক পরিস্থিতি।
হায়াশি বলেন, জাপান পূর্ব ও দক্ষিণ চীন সাগরের স্থিতাবস্থা পরিবর্তনের জন্য চীনের একতরফা প্রচেষ্টার বিরোধিতা করে। হংকং এবং উইঘুর অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়েও টোকিওর গুরুতর উদ্বেগ রয়েছে।
জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ২০২২ সালের বেইজিং অলিম্পিকের কূটনৈতিক বর্জন নিয়েও আলোচনা হয়। হায়াশি জাপানের জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার সরকারের অভিপ্রায় সম্পর্কে ব্যাখ্যা করেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়াও দুই দিনের এই বৈঠকে অংশ নিচ্ছে। সূত্র: এনএইচকে।