ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত

0

ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ছিলেন সেনাবাহিনীর ১৪ জন কর্মকর্তা। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তার স্ত্রীও ওই কপ্টারেই ছিলেন বলে জানা গেছে।

খারাপ আবহাওয়ার জন্যেই হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় সেনবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট খবর দেয়া হয়নি।

এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়ে সেনাবাহিনীরর এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com