যত বাধাই আসুক ভোট থেকে সরব না: ইশরাক
কিছুতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেছেন, যত বাধাই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াব না।
শুক্রবার দুপুর ১২টায় ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার সঙ্গে বৈঠকের পর এই প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক।
রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠকে কিছু অভিযোগ তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।
পরে সাংবাদিকদের কাছে ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয় ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।’
ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন ইশরাক হোসেনের অভিযোগের বিষয়ে বলেন, ‘অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে কিছুতেই ছাড় দেবে না।’
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম ঢাকা সিটিতে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ব্যারিস্টার তাপস।