ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে পুলিশ ও আ’লীগের হামলা বিএনপি মহাসচিব এর নিন্দা ও প্রতিবাদ

0

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, গাজী আশরাফুল ইসলাম বিপ্লব এবং বর্তমান সভাপতি শফিউল বাশার উজ্জলসহ ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বগুড়া, নওগাঁ, কিশোরগঞ্জ, দিনাজপুর, ঝিনাইদহ, পিরোজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্রদলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান সরকারের ছত্রছায়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের এধরণের সন্ত্রাসী হামলা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি। শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচিতেও বাধা প্রদানের মাধ্যমে সরকার এটি জানান দিচ্ছে যে, সভা-সমাবেশ কেবলমাত্র আওয়ামী লীগই পালন করবে, বিরোধী দল কিংবা ভিন্নমতের মানুষদের জন্য এটি প্রযোজ্য নয়। মহাভোট জালিয়াতির নির্বাচনের পর সরকার গণতন্ত্র বিনাশে আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রাসী কর্মকান্ডে এটি সুস্পষ্ট হয়ে উঠেছে যে, অবৈধ শাসকগোষ্ঠী কোনভাবেই বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারকে আর সহ্য করবে না।

দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা সেটিরই সাক্ষ্য বহন করে। বিরোধী দলের শান্তিপূর্ণ দলীয় কর্মসূচিগুলো বানচাল করতে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ শাসন করাটাই এখন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং দু:শাসনের প্রকোপ ক্রমশ: বিপজ্জনক রুপ ধারণ করছে। সর্বব্যাপী নিপীড়ণের যে চিত্র লক্ষ্য করা যাচ্ছে তাতে জনজীবন নিরাপদ ও নির্বিঘœ থাকাটা আরও কঠিন হয়ে উঠছে। এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে হলে জনগণের ঐক্যের বিকল্প নেই। এই ঐক্যের ওপর ভর করেই গণতন্ত্র, ভোটাধিকার পূণ:রুদ্ধার করতে হবে। গতকাল পটুয়াখালী, বগুড়াসহ দেশব্যাপী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com