নজরদারি করতে বাংলাদেশ সীমান্তে তিনটি ভাসমান বিওপি স্থাপন করলো বিএসএফ

0

নদীপথে নজরদারি জোরদার করতে বাংলাদেশ সীমান্তের নিকতবর্তী এলাকায় তিনটি ভাসমান বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে ভারতের সুন্দরবন অঞ্চলে বাহিনীটির আরও তিনটি বিওপি রয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিএসএফ সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর এডিজি ওয়াই বি খুরানিয়া এ তথ্য জানান।

অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে এসব বিওপি স্থাপন করা হয়েছে বলে বিএসএফ এর বক্তব্য।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এসব বিওপির প্রত্যেকটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি রুপি। প্রতিটি বিওপিতে অবস্থান করবে ৫০ জন করে বিএসএফ সদস্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com