সেরা ওপেনার হিসেবে ওয়ার্নার-কুকের সঙ্গী তামিম
দেশের সেরা ওপেনার বলা হয়ে থাকে তামিম ইকবালকে। তিনি শুধু দেশের নয়, বিশ্বসেরা ওপেনার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। তা বোঝা যায় দশক সেরা ওপেনারের তালিকা দেখলে। আন্তর্জাতিক ক্রিকেটে গত এক দশকে ওপেনার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজার রান করেছেন কেবল তিনজন ব্যাটসম্যান। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম ইকবাল।
বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ১০ হাজার ১৪৩ রান। গত এক দশকে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনার গত এক দশকে তিন ফরম্যাট মিলিয়ে করেন ১৩ হাজার ৭৭৮ রান। তাই তিনি আছেন শীর্ষস্থানে।
Ad by Valueimpression
যদিও এর মাঝে বল বিকৃতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায়ও ছিলেন সাবেক এই অজি সহ-অধিনায়ক। তবুও বিরল এই রেকর্ডে তিনিই শীর্ষস্থান দখল করেছেন।
২০১৮ সালে টেস্ট, ২০১৪ সালে ওয়ানডে ও ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তালিকায় দ্বিতীয় স্থান দখল করে আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালিস্টার কুক। সাবেক এই ইংলিশ অধিনায়ক সব ফরম্যাট মিলিয়ে করেন ১১ হাজার ৩২০ রান।