ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা-ভাঙচুর

0

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। গত রোববার ইরাকের ইরান সমর্থিত একটি শিয়া গোষ্ঠীর স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে ২৫ জন যোদ্ধা নিহত হয়। তারই পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থিত মার্কিন দূতবাসে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের ধ্বংস হোক, ধ্বংস হোক’ সেøাগানে মার্কিন দূতাবাসে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা পানির বোতাল ছুড়ে মারে দূতাবাসের দিকে। এ ছাড়া দূতবাসের বাইরে চার পাশে যেসব নিরাপত্তা ক্যামেরা লাগানো ছিল, ঢিল ছুড়ে সেসব ক্যামেরা ভেঙে দেয় তারা। তবে কারো হাতে অস্ত্র দেখা যায়নি।

Ad by Valueimpression

মার্কিন সেনাবাহিনী গত রোববার ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর ওপর বিমান হামলা চালায়। গত সপ্তাহে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হওয়ার বদলা হিসেবে এই হামলা বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়। কেননা হামলার জন্য ওই শিয়া গোষ্ঠীকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। বাগদাদের পাশের ওই এলাকায় মার্কিন হামলায় যেসব যোদ্ধা নিহত হয়েছিল তাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে উপস্থিত হয়ে সেখানে হামলা চালায়। ইরাকের ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর দিয়ে তৈরি ‘গ্রিন জোনে’ মার্কিন দূতবাস অবস্থিত। বিক্ষোভকারীদের হামলার মুখে নিরাপত্তারক্ষীদের পিছু হটতে দেখা গেছে। এ ছাড়া বিক্ষোভকারীদের হাতে ছিল শিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর হলুদ পতাকা। তারা সেই পতাকা দূতাবাসের চার পাশের দেয়ালে ঝুলিয়ে দিচ্ছিল এ সময়। দূতাবাসের সামনে নানা সেøাগানে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা।

মার্কিন বিমান হামলা অগ্রহণযোগ্য, পরিণতি ভয়াবহ : ইরাক

এ দিকে ইরাকে ইরানঘনিষ্ঠ আধাসামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাগদাদ। সোমবার এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনা ইরাককে যুক্তরাষ্ট্র ও ইরানের ‘প্রক্সি ওয়ারের’ কেন্দ্রে ঠেলে দিয়ে উপসাগরীয় দেশটিকে আরো সঙ্কটে ফেলতে পারে। ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদও মার্কিন বিমান হামলার নিন্দা করেছে। ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইসলামিক স্টেটবিরোধী আন্তর্জাতিক জোটে থাকা ইরাককে তার অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে বলে সতর্কও করেছে তারা। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বাগদাদের অসন্তোষ জানাতে ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে শিগগিরই ডেকে পাঠানো হবে। কিরকুকে রকেট হামলায় মার্কিন এক ঠিকাদার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় রোববার ইরাক ও সিরিয়ায় কাতাইব হিজবুল্লাহর পাঁচটি ঘাঁটিতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সূত্র : আলজাজিরা ও রয়টার্স।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com