করোনায় বিশ্বে আরো ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

0

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে আরো সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ২০১ জন। অবশ্য গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন।

ওয়ার্ল্ডোমিটারের চার্ট বলছে, শুক্রবার যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৫ জন করোনা রোগী। একই সময় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮৪৬ জন।

অন্য দিকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯২ জন। এছাড়া একই সময় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৩৫ জন।

বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৩৪৩ জন।

২০২০ সালে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৫০ লাখ ৫৩ হাজার ৮০২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫১৪ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com