১ হাজারেরও বেশি পারমাণবিক বোমা বানাবে চীন: উদ্বিগ্ন আমেরিকা

0

আগামী ২০৩০ সালের মধ্যে এক হাজারেরও বেশি পারমাণবিক বোমা তৈরির লক্ষ্য নিয়ে চীন এগোচ্ছে বলে জানিয়েছে
মার্কিন প্রতিরক্ষা অধিদফতর পেন্টাগন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।

জানা যায়, মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপল’স রিপাবলিক অব চায়না (পিআরসি) ২০২১ নামে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ফাঁস করেছে পেন্টাগন।

তারা জানায়, ২০২০ সাল থেকে পারমাণবিক প্রকল্প উন্নয়নে বড় বিনিয়োগ শুরু করেছে চীন। দেশটির সরকার ২০৩০ সালের মধ্যে ৪০০ পারমাণবিক অস্ত্র বানানোর লক্ষ্য নির্ধারণ করেছিলো। চলতি বছর চীন উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে।

পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিসহ বোমা উৎক্ষেপণের জন্য জল-স্থল ও আকাশপথে প্ল্যাটফরম নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে চীন। ইতিমধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করেছে তারা

সূত্র: আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com