চি‌কিৎসা শেষ না ক‌রেই ভি‌পি নুরকে রি‌লিজ দেয়ার অ‌ভি‌যোগ

0

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু ভিপি নুরুল হক নুরকে রিলিজ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে রিলিজ দেয় ঢা‌মেক কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ন আহ্বায়ক রাশেদ খান।

তিনি বলেন, নুরের অবস্থা দিনদিন অবন‌তি হচ্ছে। তার চিকিৎসা শেষ না করেই কোন অদৃশ্য কারণে ঢাকা মেডিকেল তাকে রিলিজ দিয়ে দিয়েছে। এখন নুরকে রাজধানীর অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সাথে ডাকসু ভবনে হামলা আহত আরো তিনজনকে রিলিজ দিয়েছে বলে জানান রা‌শেদ খান।

এর আগে গত ২২ ডিসেম্বর রোববার দুপুরে ডাকসু ভবন মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ হামলা করলে ভিপি নুর সহ ২৪জন আহত হন। আহতদের রিলিজ দেয়ার পিছনে ক্ষমতাসীন সরকার দলের ছাত্র সংগঠন বা অন্য কারো নির্দেশ থাকতে পারে বলে মনে করছেন ছাত্রনেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com