তথ্য ফাঁসকারীর নাম প্রকাশ সমালোচনার মুখে ট্রাম্প
ইউক্রেন কেলেংকারির ঘটনায় তথ্য ফাঁসকারীর নাম প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজের রিপাবলিকান দল থেকেও তিনি সমালোচনার শিকার হচ্ছেন। তাকে বেশি টুইট না করতে আহ্বান জানানো হচ্ছে।
এক সিআইএ কর্মকর্তার তথ্য ফাঁসের কারণেই প্রতিনিধি পরিষদে শেষ পর্যন্ত অভিশংসিত হতে হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে। তবে নাম প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত আইন লংঘন করেছেন বলে সমালোচকরা বলছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ এবং রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেছেন, টুইট কম করলে প্রেসিডেন্ট ট্রাম্পের মস্তিষ্কের কোনো ক্ষতি হবে না। কিন্তু তিনি আমার অনুরোধ রাখবেন বলে মনে হয় না।