গণবিরোধী সরকার বিএনপি’সহ বিরোধী দলীয়দের উপর চালাচ্ছে অন্তহীন অত্যাচার: ফখরুল

0

বর্তমান গণবিরোধী সরকার বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর চালাচ্ছে অন্তহীন অত্যাচার। এর যেন কোন শেষ নেই।

দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদেরকে যেন দেশের মানুষের ওপর নির্যাতন-নিপীড়ণ চালানোর লাইসেন্স দেয়া হয়েছে। চারিদিকে ভীতি ও নৈরাজ্য মানুষকে গ্রাস করে রেখেছে। প্রতিদিন প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতাকর্মীদের মনে পুলিশী জুলুমের বিভিষিকাময় আতঙ্ক ভর করে আছে। বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং সদস্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন ও আ ন ম সাইফুল ইসলামের বাসভবনে পুলিশী হামলা সেই বিভিষিকাময় পরিস্থিতিরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে তাদের বাসভবনে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশী অভিযানের ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।

তিনি আরও বলেন, করোনার ভয়াবহ সংক্রমণের মূহুর্তেও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন থেমে নেই। দেশ ও জাতির এই চরম দুঃসময়ে কোন রাজনৈতিক কর্মসূচি নেই। বিএনপি নেতাকর্মীরা করোনায় আক্রান্ত মানুষের সেবায় তাদের পাশে থাকার মানবিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকলেও সরকার তাদের ওপর দমন-নিপীড়ণ চালাচ্ছে।

এছাড়াও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানী বন্ধের জোর দাবী জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com