গণবিরোধী সরকার বিএনপি’সহ বিরোধী দলীয়দের উপর চালাচ্ছে অন্তহীন অত্যাচার: ফখরুল
বর্তমান গণবিরোধী সরকার বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর চালাচ্ছে অন্তহীন অত্যাচার। এর যেন কোন শেষ নেই।
দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদেরকে যেন দেশের মানুষের ওপর নির্যাতন-নিপীড়ণ চালানোর লাইসেন্স দেয়া হয়েছে। চারিদিকে ভীতি ও নৈরাজ্য মানুষকে গ্রাস করে রেখেছে। প্রতিদিন প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতাকর্মীদের মনে পুলিশী জুলুমের বিভিষিকাময় আতঙ্ক ভর করে আছে। বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং সদস্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন ও আ ন ম সাইফুল ইসলামের বাসভবনে পুলিশী হামলা সেই বিভিষিকাময় পরিস্থিতিরই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে তাদের বাসভবনে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশী অভিযানের ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।
তিনি আরও বলেন, করোনার ভয়াবহ সংক্রমণের মূহুর্তেও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন থেমে নেই। দেশ ও জাতির এই চরম দুঃসময়ে কোন রাজনৈতিক কর্মসূচি নেই। বিএনপি নেতাকর্মীরা করোনায় আক্রান্ত মানুষের সেবায় তাদের পাশে থাকার মানবিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকলেও সরকার তাদের ওপর দমন-নিপীড়ণ চালাচ্ছে।
এছাড়াও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানী বন্ধের জোর দাবী জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।