ঢাকা মহানগর বিএনপি’র নতুন কমিটির নেতাদের বাসায় পুলিশের হামলা ও তল্লাশির অভিযোগ
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং নবগঠিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন ও আ ন ম সাইফুল ইসলামের বাসভবনে পুলিশ তল্লাশি ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণের দফতরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। সদস্য ঘোষিত বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু এক বিবৃতিতে এ অভিযোগ করেন।