আমাদের লড়াই চলছে, ব্যর্থ ভাবার কোনো অবকাশ নেই: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের লড়াই চলছে। সেখানে আমাদের নিজেদের ব্যর্থ ভাবার কোনো অবকাশ নেই। কোনো লড়াইয়ের ফলাফল স্বল্প সময়ে পাওয়া যায়, কোনোটা দীর্ঘমেয়াদি হয়।’
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর রায় বলেন, ‘এখন একেকজন একেক রকম কথা বলেন। একজনের কথার সঙ্গে আরেকজনের কথার কোনো মিল নেই।কারণ এ সরকার তো গণতন্ত্রে বিশ্বাস করে না। শেখ হাসিনাকে গণতন্ত্রের সবক দিয়ে লাভ নেই।’
বিএনপির এই নেতা বলেন, ‘দেশের সচিবরা, পুলিশরা আজ সরকারের ভাগ্যের বিধাতা। তারা পাপ করছে তাদের পাপের ফসল আজকের পার্লামেন্ট। দিনের ভোট রাতে হয়েছে। এগুলো কারা করেছে? আজকের সংসদকে কি বলবো আমরা? যে পুলিশ রাতেরবেলায় চোর ধরে তারাও কিন্তু ভোট চুরি করেছে। সে জন্য আজকে পুলিশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’
তিনি বলেন, ‘আমাদের লড়াই তো বন্ধ হয়নি। লড়াই তো চলছে। সেখানে আমাদের নিজেদের ব্যর্থ ভাবার কোনো অবকাশ নেই।কোনো লড়াইয়ের ফলাফল স্বল্প সময়ে পাওয়া যায়, কোনোটা দীর্ঘমেয়াদি হয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘ফাঁসির আসামিকে জামিন দেয়ার নজির রয়েছে। আদালতের কাজ কাউকে খুশি বা অখুশি করানয়। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।’
গয়েশ্বর আরও বলেন, ‘আমরা মনে করি ১৯৭১ সালে ভারত আমাদের সহযোগিতা করেছে। কিন্তু ভারত মনে করে তারা ইনভেস্ট করেছে। আজ দুটি শক্তি। একটি পশ্চিমে, একটি পূর্বে। একটা চীন, আরেকটা ভারত। দুটো শক্তির উদ্দেশ্য কি? চীন চায় বাংলাদেশে বাণিজ্য করতে। পাশাপাশি ভারত রাজত্বও করতে চায়, বাণিজ্যও করতে চায়। এর মাঝখানে আমরা আছি।’