সরকারের ইঙ্গিতে চলছে বিচার ব্যবস্থা: মির্জা ফখরুল
এখন বিচার ব্যবস্থা সরকার কি বলে না বলে তার উপর নির্ভর করে–আমরা এই কথা বহুবার বলেছি, যে সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। সরকার পুরোপুরি ভাবে এটা নিয়ন্ত্রণ করছে, এটা দলীয়করণ হয়ে গেছে।
রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সেই কারণে আজকে এটা (রোজিনার রায়) হচ্ছে, এই কথাটা এজন্য আসছে এবং আপনাদের এটা নিজেদের অনুধাবন করা উচিত-‘ফর এক্সিসট্যান্স অব এ ফ্রি মিডিয়া’। নির্ভয়ে কাজ করার জন্য আপনাদের ঐক্য প্রয়োজন।’
মির্জা ফখরুল বলেন, ‘বিচার ব্যবস্থা এখানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। যে আইনে তাকে (রোজিনা ইসলাম) গ্রেফতার করাহয়েছে সেই আইন কিন্তু জামিন যোগ্য। সেই ব্রিটিশ আমলের এই আইন তারা নিয়ে এসে প্রয়োগ করেছে সেটা প্রয়োগই হয় নাই।এটাতে জামিন যোগ্য সেকশন আছে। সেখানে তো আপনি জামিন দিচ্ছেন না, একদিন একদিন করে পেছাচ্ছেন।’
এসময় তিনি বলেন, ‘কার কাছ থেকে নির্দেশ আসে তার জন্য অপেক্ষা করতে করতে আপনি জামিন দিলেন এই শর্তে যে, বিদেশে যেতে পারবে না এবং ৫ হাজার জামানত। কেন বিদেশ যেতে পারবে না? এই রায় অবশ্যই ফরমায়েসী রায় বলে আমরামনে করি।’
সাংবাদিকদের বর্তমান ‘অনৈক্য’র প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আগেও বলেছি, আজকেও বলছি, আপনাদের দূবর্লতার জন্য এগুলো হচ্ছে। ইউ আর নট ই্উনাটেড। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারছেন না।আপনারা আগে যেভাবে নিজের স্বার্থের জন্য দাঁড়াতেন সেই স্বার্থের জন্য আজকে আপনারা ইউনাটেডলি দাঁড়াতে পারেন না।’
তিনি বলেন, ‘কালকে দেখলাম রোজিনার ঘটনায় নেগোসিয়েট করা হচ্ছে। কে নেগোসিয়েট করছেন? আপনাদের ইকবাল সোবহান চৌধুরী সাহেব। তিনি কী করেছিলেন সাংবাদিক সাগর–রুনির হত্যার আন্দোলনের সময়ে? আন্দোলনের কয়েকদিনপরে উনি এডভাইজার হয়েছিলেন। তারা যদি আজকে আপনার নেগোসিয়েট করে সরকারের সাথে, যারা একেবারে লেজুড় ভিত্তিকরে, তাহলে এর চেয়ে রেজাল্ট কি পাবেন?’
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরানসালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, মো. বেলাল আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি‘র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর উত্তর বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল আলীর নকি,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।