রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসভবনে মির্জা ফখরুল
করোনামুক্ত হয়ে বাসায় চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ–খবরনিতে তার বাসভবনে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভীর সঙ্গে কথা বলেন এবংতার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ–খবর নেন। এ সময় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
এর আগে গত কয়েকদিন ধরে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদল নেতা এস এম জাহাঙ্গীরসহ বিএনপিরবিভিন্ন পর্যায়ের নেতারা রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান।