সরকারি প্রণোদনা কাদের দেয়া হচ্ছে, প্রশ্ন বিএনপির

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী বারবার বলছেনপ্রণোদনা দেয়া হচ্ছে, আওয়ামীলীগ ও বলছে। কিন্তু আপনারা কোথায় প্রণোদনা দিচ্ছেন, কাদের দিচ্ছেন? অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী প্রায় কোটি মানুষ ভাসমান শ্রমিক। তাদের ৮০ শতাংশ বেকার। তাদের কোনো আয় নেই। তাদের অধিকাংশই প্রণোদনা পাচ্ছে না।

মঙ্গলবার (১১ মে) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এসবকথা বলেন।

ফখরুল বলেন, ‘আমরা বলেছিলাম তাদের কাছে নগদ টাকাটা পৌঁছানো হোক। এটা খুব কঠিন কাজ না। প্রত্যেকের এনআইডি কার্ড আছে, সেখানে আপনি ব্যবস্থা করে টাকাটা পৌঁছে দিতে পারতেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা ১০১২ কোটি টাকা দিয়ে বলছেন, দিয়েছি। কেনো আপনি ১০ হাজার কোটি টাকা খরচ করছেন না? এরাই তো মানুষ, জনসংখ্যার এক দশমাংশ।

প্রবাসীরা দেশে ফিরে এসে বেকার হয়ে আছে উল্লেখ করে ব্যাপারে তাদের জন্য সরকারের কোনো বরাদ্দ নেই বলে মন্তব্য করে ফখরুল বলেন, ‘আপনারা শুধুমাত্র কিছু পুঁজিবাদীদের স্বার্থে, কিছু লুটপাটকারীদের স্বার্থে আপনারা পুলিশ দিয়ে শ্রমিকদের হত্যা করছেন। বাঁশখালীতে যে ঘটনা ঘটেছে, এটা তো সম্পূর্ণ শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে শুধু পুঁজিবাদীর স্বার্থে।

করোনার মধ্যে বিএনপির নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, আলেমওলামাসহ বিরোধী দলের আটক নেতাকর্মীদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তি দাবিও জানান বিএনপি মহাসচিব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com