খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন সম্পর্কে যা বললেন মাহবুবউদ্দিন খোকন

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করে নতুন মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন।

বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) এমআরপি পাসপোর্টের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। নানা কারণে সেটি রিনিউ করা হয়নি। এখন রিনিউয়ের জন্য আবেদনের প্রক্রিয়া শেষ করে তা জমা দেয়া হয়েছে। দ্রুত পাসপোর্ট পাববলে মনে করছি।খোকন জানান, ২০১৯ সালে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। পাসপোর্ট পেলেই ভিসার প্রক্রিয়া শুরু করবে তার পরিবার।

করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে করা আবেদনটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন,‘খালেদা জিয়া পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছেন। নবায়ন হয়ে যাবে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com