শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপির উপদেষ্টা পরিষদের বৈঠক

0

দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্যরা। উপদেষ্টা পরিষদের ১৩ জন সদস্য এই বৈঠকে যোগ দেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৈঠকে দেশের করোনা পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক সামাজিক পরিস্থিতিসহ সরকারের দমননিপীড়নএবং করণীয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য উকিল আব্দুস সাত্তার, আমান উল্লাহ আমান, মিজানুররহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভূইয়া, জয়নুল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, মো. আবদুল কাইয়ুম, জহিরুল ইসলাম, ইসমাইল জবিউল্লা প্রমুখ।

প্রসঙ্গত, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতারা এভাবে প্রতিদিন ভার্চুয়ালি মতবিনিময় করবেন বলে জানা গেছে।শুক্রবার এটা শুরু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com