স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায়ের সুযোগ দিন: লেবার পা‌র্টি

0

চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ধারণ ক্ষমতানুযায়ী নামাজ আদায়ের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশলেবার পা‌র্টির চেয়ারম্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাস‌চিব লায়ন মোঃ ফারুক রহমান, সি‌নিয়রভাইস চেয়ারম্যান ই‌ঞ্জি‌নিয়ার ফ‌রিদ উ‌দ্দিন ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী।

আজ ১৫ এপ্রিল (বুধবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতির প্রেক্ষাপটে সরকার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে।ওই ঘোষণায় গার্মেন্ট কারখানাসহ সকল কলকারখানা খোলা রাখা হয়েছে। সকল কলকারাখানায় হাজার হাজার শ্রমিক স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে।

নেতৃবৃন্দ আরো বলেন, মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ছোটবড় সকল মসজিদেমাত্র ২০ জন মুসল্লিকে সালাত আদায়ের সুযোগ দেয়া হয়েছে। সাধারণ মুসল্লিরা মনে করে মসজিদের সাথে সরকারের এই আচরণ যুক্তিযুক্ত হয়নি। সরকারের এই আচরণে মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা মনে করে সরকারযদি জাগতিক উন্নতি অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিক বহুল কলকারখানা চালু রাখতে পারে, সেখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক ভাবে মসজিদে নামাজ আদায়ের সুযোগও দেয়া যেতে পারে।

তাই আমরা মনে করি, মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ধারণ ক্ষমতানুযায়ী সালাত আদায়ের সুযোগ দেয়া উচিত। প্রেস বিজ্ঞপ্তী

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com