অ্যাতলেতিকোকে হারালো চেলসি

0

পুরো ম্যাচেই হারানো ছন্দ খুঁজে ফিরলো অ্যাতলেতিকো মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলো না।

বরং চেলসির কাছে হেরেছে ন্যূনতম ব্যবধানে।  

 

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে চেলসি।

ম্যাচটি বুখারেস্টে অনুষ্ঠিত হলেও এর পূর্ব নির্ধারিত ভেন্যু ছিল মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো। কিন্তু করোনা মহামারির কারণে স্পেন সরকারের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি বুখারেস্টে সরিয়ে দেওয়া হয়।

ম্যাচের শুরু থেকে কোনো দলই কার্যকর কোনো আক্রমণ শানাতে পারছিল না। তবে ৩৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু টিমো ভেরনারের শট ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। বিরতির আগে চেলসি দু’বার লক্ষ্যে শট নিলেও বল জালে জড়াতে পারেনি।

অবশেষে ৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। ডি-বক্সে অ্যাতলেতিকোর ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে উঠলে অসাধারণ ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন জিরুদ। যদিও রেফারি অফসাইদের বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়।

আগামী ১৭ মার্চ ফিরিতি লেগে চেলসির মাঠে খেলবে অ্যাতলেতিকো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com