‘ইউনিটের সবাই আমাকে শাবানার সঙ্গে তুলনা করেছেন’

0

বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আইসি ফিল্মস থেকে নির্মিত হচ্ছে ‘মুক্তি’ নামের চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী নিজেই। গত  ১১ জানুয়ারি থেকে সিনেমাটির দৃ্শ্যধারণের কাজ চলছে। রূপগঞ্জ, গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হচ্ছে।

এই সিনেমায় ইফতেখার চৌধুরী নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছেন। ‘মুক্তি’ সিনেমায় নবাগত রাজ রিপাকে মুক্তির চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে রয়েছেন নয়জন নায়ক। পরিচালক  জানান, ‘মুক্তি’ সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর গুনপরীক্ষা বাছাই করি। তার মধ্য থেকে রাজ রিপাকে আমার ‘মুক্তি’ সিনেমার জন্য পরিপূর্ণ গুণী অভিনেত্রী মনে হয়েছে। আর তাই রাজ রিপাকেই নায়িকা হিসেবে গ্রহণ করি। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত গুণাবলি থাকা দরকার তা আমরা রাজ রিপার মধ্যে পেয়েছি।’

মুক্তির চরিত্রটির কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, ‘নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকেরা খুঁজে পাবেন।’

রাজ রিপা বলেন, ‘‘আমি ‘মুক্তি’ সিনেমায় যে চরিত্রটিতে অভিনয় করছি, সেই চরিত্রটি ১৭ থেকে ১৮ বছরের একজন নারী। এই চরিত্রের জন্য নোয়াখালীর ভাষা শিখেছি। নিজে আরও গ্রুমিং করেছি। ইফতেখার স্যার আমাকে মার্শাল আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে পারেন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার সবই করেছি।’

এদিকে রাজ রিপাকে ইতিমধ্যেই দেশের কিংবদন্তী চিত্রনায়িকা শাবানার সঙ্গে তুলনা করেছেন `মুক্তি’ সিনেমা সংশ্লিষ্ট সকলেই। শুটিং ইউনিটে রাজ রিপার অভিনয়ে পঞ্চমুখ পরিচালক, নয়জন চিত্রনায়ক থেকে শুরু করে সিনেমার টেকনিশিয়ানরাও।

`মুক্তি’ চলচ্চিত্রের শুটিংয়ে এমন  কিছু রিস্কি দুঃসাধ্য শট নিয়েছেন এই অভিনেত্রী, যা সেটের সকলকেই তাক লাগিয়ে দিয়েছে। এই কনকনে শীতেও ৮ ঘণ্টা পানিতে থেকে শুটিং করে বিস্ময়ও সৃষ্টি করেছেন তিনি।

রাজ রিপা বলেন, ‘শুটিংয়ের অভিজ্ঞতা অনেক ভালো। অনেক কষ্টও করতে হয়েছে আমাকে। তবে এসব কষ্ট ম্লান হয়ে যায় যখন কাজ করার পর প্রশংসা পাই। ডিরেক্টর স্যারসহ ইউনিটের সবাই আমাকে শাবানার সঙ্গে তুলনা করেছেন। এটা আমার বড় পাওয়া। যদিও আমি কখনোই নিজেকে শাবানার সঙ্গে তুলনা করি না। তবে তিনি আমার আইডল। ওনার মতো কিংবদন্তির সঙ্গে তুলনা করায় আমি অবাক হয়েছি। শুধু তাই নয়, ইফতেখার স্যার বলেছেন গত ১০/১২ বছরে আমার মতো অভিনেত্রী তিনি দেখেননি। জানি না উনি বাড়িয়ে বলেছেন কিনা, তবে এসব মন্তব্য আমার কাজের উৎসাহকে অনেক গুন বাড়িয়ে দিয়েছে।’

এই সিনেমায় যে নয়জন চিত্রনায়ক রয়েছেন, তারা হচ্ছেন- কায়েস আরজু, আমান রেজা, আনিসুর রহমান মিলন, খিজির হায়াত খান, ক্রিস্টিয়ানো তন্ময়, দুর্জয় মামুন, রাশেদ মামুন অপু, আদর আজাদ চৌধুরী এবং আরেফিন জিলানী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com