খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৬ ফেব্রুয়ারি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে (ষড়যন্ত্রমূলক) নাইকো মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার নবম বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদীন মেজবাহ, আবদুল্লাহ মাহমুদ হাসান, খলিলুর রহমান, জিয়া উদ্দিন জিয়া প্রমুখ। ।
আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, আমরা আদালতে সময় আবেদন করেছি আদালত মঞ্জুর করে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন। আমরা মামলার তদন্ত কর্মকর্তার জব্দকৃত নথি পরীক্ষা করার আবেদন করেছি, আদালত সে আবেদনও মঞ্জুর করেছেন।
তিনি বলেন, আমরা আদালতে বলেছি বেগম খালেদা জিয়া অসুস্থ। করোনার ঝুঁকি রয়েছে বিধায় তিনি আদালতে আসতে পারেননি। আদালত ১৬ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।