কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান
কৃষক আন্দোলন ইস্যুতে এখনও পর্যন্ত বলিউডের তিন খানের মধ্যে শাহরুখ খান এবং আমির খান মুখ বন্ধ রাখলেও চলমান এই সঙ্কটে নিজের মতামত জানালেন বলিউড ভাইজান সালমান খান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার জানায়, মুম্বাইয়ে মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চলমান কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে সালমান খান নিজের মন্তব্যে বলেন, যে সিদ্ধান্ত নিলে ভালো হয়, সেটাই করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে মহৎ কাজটাই করা উচিত।
তবে সালমান খান তার মন্তব্যের কোথাও কৃষক কিংবা সরকার পক্ষের কথা উল্লেখ করেননি।
এর আগে নিজের পানভেলের ফার্মহাউসে চাষ করার ছবি আপলোড করে দেশের কৃষকদের সম্মান জানিয়েছিলেন সালমান। তবে তার “জয় জওয়ান, জয় কিষাণ।” লেখা টুইটেরও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছিলো সেবার।
এদিকে কৃষক আন্দোলনের সমর্থনে পপ তারকা রিহানা এবং পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের টুইটের গেরুয়া শিবিরের ব্যাপক বিড়ম্বনার জন্ম দিয়েছে।