জানুয়ারিতে প্রায় ৮১ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

0

চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৪ লাখ ৭৬ হাজার ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ হাজার ৭৮২ বোতল ফেনসিডিল, ৩০ হাজার ৮১২ বোতল বিদেশি মদ, দুই হাজার ৩৬১ ক্যান বিয়ার, এক হাজার ৫১২ কেজি গাঁজা, চার কেজি ২২৫ গ্রাম হেরোইন, তিন হাজার ৪৯৪টি উত্তেজক ইনজেকশন, পাঁচ হাজার ৮৬২টি ইস্কাফ সিরাপ, সাত হাজার ৪৯টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং দুই লাখ ৯৩ হাজার ৮৩৪টি অন্যান্য ট্যাবলেট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে এক কেজি ২৮৩ গ্রাম স্বর্ণ, দুই কেজি ৬৩৫ গ্রাম রূপা, ৩৭ হাজার ৭৯৭টি কসমেটিক্স সামগ্রী, পাঁচ হাজার ৩৫৬টি শাড়ি, এক হাজার ৯টি থ্রিপিস বা শার্টপিস, এক হাজার ৭৪১টি তৈরি পোশাক, চার হাজার ৮৮২ ঘনফুট কাঠ, এক হাজার ৮৬৮ কেজি চা পাতা, তিন হাজার কেজি কয়লা, পাঁচটি ট্রাক বা কাভার্ডভ্যান, ছয়টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, পাঁচটি পিকআপ, ১৭টি সিএনজি বা ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭৬টি মোটর সাইকেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি পিস্তল, একটি রিভলবার, ছয়টি বন্দুক এবং ৪৩ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৩১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৯২ জন বাংলাদেশি নাগরিক ও নয় জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com