আইসিটি আইনে ভৈরবে জিডি দায়ের: সঠিক তথ্য উদঘাটনের দাবী
ভৈরব এর শিমুল কান্দি গ্রামের রুমান মিয়া অভিযোগ করেন যে তার ভাই জুনায়েদ আহাম্মেদ জুম্মান এর নামে বিভিন্ন সময় ফেইসবুকের মাধ্যমে কুৎসা, মিথ্যা, বানোয়াট তথ্য প্রচারের করে আসছে। অভিযোগের ভিত্তিতে জানা যায় যে Hridoy Khan নামের একটি ভোয়া আইডি থেকে সে এই সকল কুৎসা রটিয়ে যাচ্ছে। প্রাথমিক ও নিজস্ব তথ্যের মাধ্যমে জানা যায় যে সে প্রকৃত পক্ষে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের নাজিম উদ্দিনের বাড়ির হেলাল উদ্দিনের ছেলে। বর্তমানে সে সৌদি আরবে JN Jubayer Ahamed নামের একটি আইডি ব্যবহার করছে। দেশে প্রচলিত আইসিটি বা ডিজিটাল আইনের মাধ্যমে এই সকল বিষয় যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন বাংলাদেশ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জিডির বাদী আরও বলেন যে , তাঁর বড় ভাই ইতালি প্রবাসী জুনায়েদ আহমেদ জুম্মান এই সকল কুৎসা ও অসভ্য প্রচারনায় নিরাপত্তা হিনতায় ভুগছেন। সঠিক তথ্য উদঘাটন করে আইনত ব্যবস্থা নিবেন বলে মনে করেন বাদী জনাব রুমান মিয়া!!